
আলোচিত অনলাইন একটিভিস্ট প্রবাসী এবং বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান লেখক মির জাহান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যা পাঠকের উদ্দেশ্য হুবহু তুলে ধরা হলো- পলাতক হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল এস আলম বা সাইফুল আলম। গত ১৫ বছরে জনগণের দুই লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম, যার একটা বড় অংশ গিয়েছে শেখ পরিবারের জন্য। এটা পুরাতন খবর।
নতুন খবর হচ্ছে সেই এস আলম বর্তমানে পলাতক অবস্থায় দেশের বাইরে আছে। পলাতক অবস্থায় থেকে লন্ডনে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman এর সাথে সাক্ষাৎ করেছে। এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল জনাব রহমানের গৃহকর্মী সানি এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। সাক্ষাৎ ছিল খুব সামান্য সময়ের জন্য এবং জনাব তারেক রহমানের কাছে কোনপ্রকার আশ্বাস পায়নি এস আলম।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন একজন দেশদ্রোহী কীভাবে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারলো? এতে কি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইমেজ বাড়লো, না কমলো? এবার আসি এস আলম নিয়ে অন্য আলাপে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদের সাথে এস আলমের গাড়ি কাণ্ডের কথা সকলেই জানেন। কিন্তু সালাহউদ্দিন সাহেব ভারতে যতদিন ছিলেন তাঁর সকল খরচ বহন এবং দায়দায়িত্ব পালন করেছিল এস আলম।
এস আলম চাচ্ছে সালাহউদ্দিন আহমেদের মাধ্যমে আবারও বাংলাদেশে ফিরতে। আর সেই সালাহউদ্দিন বর্তমানে বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে একনম্বরে আছেন। এস আলম চেষ্টা করছে সালাহউদ্দিনকে মহাসচিব হিসেবে বের করে নিয়ে আসতে, এটা RAW এর সেটআপ।
জনাব তারেক রহমান ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, তিনি RAW এর জালে বন্দী। তিনি কীভাবে দেশকে ভারতের আধিপত্যমুক্ত করবেন?