
আন্তর্জাতিক: উড্ডয়নের পরই মাঝ আকাশে ফেডএক্সের একটি কার্গো বিমানে আগুন ধরে গেলে বিমানটি নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (০১ মার্চ) জরুরি অবতরণ করে। খবর এনডিটিভি
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে জরুরি অবতরণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গো বিমানটিতে তিনজন আরোহী ছিলেন।
ফেডএক্সের বোয়িং ৭৬৭-৩এস২এফ বিমানটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর থেকে ইন্ডিয়ানেপোলিসের উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু এর সাত মিনিট পরই বিমানটি আবার ফিরে আসে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এর ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। জ্বলন্ত অবস্থায় বিমানটি অবতরণের পরই জরুরি উদ্ধারকর্মীরা আগুন নেভাতে বিমানটির দিকে ছুটে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাখির আঘাতে আগুন ধরে যায়। এরপরই বিমান থাকা ক্রু জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত অবতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের এমন তড়িৎ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটিতে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে পটোম্যাক নদীতে যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বিমানে আরোহী ৬৭ যাত্রী নিহত হয়। এরপর থেকে দেশটির কর্তৃপক্ষ বিমান চলাচলে কঠোর নিরাপত্তা আরোপ করেছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |