প্রচ্ছদ জাতীয় জামায়াত নেত্রীর ওপর বিএনপির হামলা, আমিরের কঠোর হুঁশিয়ারি

জামায়াত নেত্রীর ওপর বিএনপির হামলা, আমিরের কঠোর হুঁশিয়ারি

ঝিনাইদহে জামায়াত নেত্রীর ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এ হুঁশিয়ারি দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, ‘ঝিনাইদহের মহেষপুরে যারা আমার পর্দানশীন মা-বোনদের গায়ে হাত দিয়েছে এবং পর্দা ছিনিয়ে নিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? কোন অভিধায়ে পরিচিত করবেন। মনে রাখতে হবে আমাদের কাছে মা-বোনদের ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান। সুতরাং এ বিষয়কে অবশ্যই ছোট করে দেখার কোন অবকাশ নেই।’

আরও পড়ুনঃ ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
জানা যায়, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রুকন নারী নেত্রী হাসিনা খাতুন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুল্লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জামায়াত নেত্রী।

জামায়াতে ইসলামীর নারীনেত্রী হাসিনা খাতুন বলেন, ‘রবিবার সকালে কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনাসভা করছিলাম।’

সেই সময় ওই এলাকার বিএনপির নেতা আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করেন। পরে আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে মারধর করেন। তখন আল-আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।