প্রচ্ছদ অপরাধ বিয়ের দুইদিন পর নববধূকে বাড়িতে নিয়ে আসেন রহিম, এরপর যা ঘটলো

বিয়ের দুইদিন পর নববধূকে বাড়িতে নিয়ে আসেন রহিম, এরপর যা ঘটলো

দিনাজপুরের চিরিরবন্দরে তিনদিন আগে বিয়ে হওয়া স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে। এ ঘটনায় স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুর রহিমের বিয়ে হয়। বিয়ের পর শনিবার নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন আব্দুর রহিম।

রোববার দিবাগত রাতে নিজ শয়নঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে আব্দুর রহিমের বিরুদ্ধে। প্রতিবেশীরা এ সময় আব্দুর রহিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও ঘাতক স্বামীকে আটক করে। এই ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবু তালেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিহত তানিয়ার মা মনজিলা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে তার মেয়ে তানিয়া আকতারের বিয়ে হয়েছে। গত ৮ মার্চ শনিবার জামাইসহ মেয়ে শ্বশুর বাড়িতে গেছে। তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আটক স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার করে দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার অধিকতর তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।