প্রচ্ছদ খেলাধুলা ‘হাসপাতালে শুয়ে’ থাকা মোক্তার ভারতে গেলেন কিভাবে!

‘হাসপাতালে শুয়ে’ থাকা মোক্তার ভারতে গেলেন কিভাবে!

পারটেক্স ক্রিকেট লিগের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বিস্মিত! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তাঁর দলে খেলা মোক্তার আলীর ভাষ্য অনুযায়ী এই অলরাউন্ডারের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কথা। কিন্তু তিনি দেশের বাইরে অন্য একটি লিগে খেলতে গেলেন কিভাবে?

এ জন্য শাস্তির অপেক্ষায় থাকা মোক্তারকে যেমন বিপদে পড়তে হয়েছে, তেমনি এশিয়ান লিজেন্ডস লিগে খেলতে যাওয়া মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, ইলিয়াস সানিসহ বাংলাদেশের আরো বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছেন।

ভারতের রাজস্থানে আজ শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ। তবে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টকে স্বীকৃতি দেয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতিপত্রের (এনওসি) তোয়াক্কা না করে বাংলাদেশ টাইগার্স নামের একটি দলের হয়ে খেলতে গেছেন আশরাফুল-মোক্তাররা। বিসিবি যেখানে বেছে বেছে বাইরের লিগে খেলোয়াড়দের ছাড়ার পথে হাঁটছে, সেখানে আশরাফুলদের এমন সিদ্ধান্তে চটেছে ক্রিকেট বোর্ড।
আজ এই খেলোয়াড়দের লিজেন্ডস লিগে না খেলার ব্যাপারে নোটিশ পাঠিয়েছে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন সে কথাই শোনালেন, ‘এই লিগে খেলতে যাওয়ার ব্যাপারে তাদের অনুমতি দেওয়া হয়নি।

আমরা নোটিশ দিয়েছি। ওরা সেখানে খেলতে পারবে না।’ বিসিবির পক্ষ থেকে কড়া বার্তা পেয়ে গত রাতে দেশের বিমান ধরার কথা ছিল আশরাফুল-মোক্তারদের। এমনকি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভারত রয়ালসের বিপক্ষে ম্যাচে অংশ নেননি বাংলাদেশি ক্রিকেটাররা।

ভারত থেকে এক বার্তায় দলটির ক্রিকেটার অলক কাপালি বলেন, ‘আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে।’
ডিপিএলে অলকের দল ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মাইশুকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। মোক্তারের প্রসঙ্গে পারটেক্সের সেক্রেটারি সাজ্জাদ বলেন, ‘আমরা তাকে ছাড়পত্র দিইনি। সে যে আমাদের এখানে খেলবে না, সেখানে গেছে, এই বিষয়ে আমরা কিছুই জানতাম না। আরেক ক্রিকেটারের ফেসবুক পোস্টে একটি ছবিতে দেখলাম যে মোক্তার সেখানে খেলতে গেছে।

অথচ দুই দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি পাঠিয়েছে। আমরা তো বিস্মিত!’ মোক্তারকে শাস্তির আওতায় আনা হবে বলে জানালেন তিনি, ‘আমরা ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। অসুস্থতার কথা বলে আমাদের প্রতিশ্রুতি নষ্ট করেছে।’
এর আগে বোর্ডের চুক্তি ভেঙে ভারতে ইন্ডিয়ান সুপার লিগ (আইসিএল) খেলতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন অলকসহ বেশ কজন ক্রিকেটার।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।