প্রচ্ছদ অপরাধ নিজ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি বিরুদ্ধে। ধর্ষণের ঘটনাটি এক মাস আগের হলেও গতকাল বুধবার (১২ মার্চ) রাতে প্রকাশ্যে আসে। গত ১৯ ফেব্রুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ আদালতে মামলা করা হয়।

বিএনপি নেতা মনি দাবি করেছেন, পারিবারিক বিষয়ে মতবিরোধ ও বাদীর উশৃঙ্খল আচরণের কারণে শাসন করায় মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার সময় তিনি গোসল করার প্রস্তুতি নিলে বাড়িতে একা পেয়ে শয়ন কক্ষে ঢুকে হাফিজুর রহমান মনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি বাধা দিলে আসামি ক্ষিপ্ত হয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় সাক্ষীরা চলে এলে মনি পালিয়ে যাওয়ার সময় তার স্বামী ও দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দেন।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন ভদ্রমহিলা থানায় এসেছিলেন। জানতে পেরে আত্মীয় স্বজনরা এসে তাকে থানা থেকে নিয়ে যান। এরপর কি হয়েছে জানি না।’

সূত্র: The Daily campus

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।