প্রচ্ছদ দেশজুড়ে বাংলাদেশের কথা বলায় ভারতীয়রা বনি আমিনের সাথে জঘন্য আচরণ করেছে!

বাংলাদেশের কথা বলায় ভারতীয়রা বনি আমিনের সাথে জঘন্য আচরণ করেছে!

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি বংশোদ্ভূত, অস্ট্রেলিয়ার নাগরিক বনি আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন,আমার জীবনে সবচেয়ে কষ্ট, সবচেয়ে দুঃখ এবং মৃত্যুর আগেও আমি স্মরণ করবো আমি ভারতে এতবার গিয়েছি কিন্তু কখনো কোনরকম কষ্টবোধ করি নি।

আমি ২০২৩ এর অক্টোবর মাসে যখন কলকাতায় নামলাম উল্লেখ করে বনি আমিন আরো বলেন, কলকাতা বিমানবন্দরে কোন একটা কারণে আমি যখনি বাংলাদেশের পরিচয় দিয়েছিলাম, তখন তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ক্ষমতায় ছিল।

আমার পাসপোর্টের কোথাও কিন্তু বাংলাদেশ লেখা নাই উল্লেখ করে বনি আমিন আরো বলেন, তারপরও আমি বাংলাদেশকে ভালোবেসে তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি আচরণ সৃষ্টি করার জন্য এয়ারপোর্টে আমি যখন বললাম, আই অ্যাম অরিজিনাল ফ্রম বাংলাদেশ। আমি তিরস্কৃত হয়েছিলাম এবং অপমানিতবোধ করেছিলাম।বাংলাদেশের প্রতি তাদের এত ক্ষোভ, এত ঘৃণা আমি ২০২৩ এর অক্টোবরে যেটা দেখেছিলাম এটা কখনো আমি ভুলবো না।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।