প্রচ্ছদ সারাদেশ বিয়ের জন্য একাধিক মেয়েকে দেখা জায়েজ কি না?

বিয়ের জন্য একাধিক মেয়েকে দেখা জায়েজ কি না?

সারাদেশ: প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন- বিয়ের ক্ষেত্রে নবী করীম (সা.) বলেছেন, কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার আগে দেখে নাও। নবীজি (সা.) বলেছেন, দেখে নিলে দুইটি লাভ। প্রথমত, ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে। মেয়েও ছেলেকে দেখে নিবে। দ্বিতীয়ত, বিয়ের আগে যদি দেখে নেয়া হয় তাহলে পারস্পরিক সম্প্রীতি, ভালবাসা এবং মুগ্ধতাটা একটু বেশি হয়। এজন্য বিয়ে আগে দেখে নেয়াটা সুন্নাহ।

বিয়ের আগে দেখা যাবে তার মানে কি রাস্তায় যত মেয়ে দেখা যায় তাদেরকে বিয়ের নিয়তে দেখা যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আগে সব দেখে নিয়ে ডিসিশন নিয়ে, বুঝাপড়া করে এরপরে ফাইনাল ডিসিশনের আগে মেয়েকে দেখেন। হুটহাট যেখানে সেখানে পাঁচবার-সাতবার যখন কোনো মেয়েকে দেখ যায় তখন মানুষ করে মেয়ের ত্রুটি আছে, কেন কেউ বিয়ে করছে না।

তিনি বলেন, আমাদের দেশে আমরা মেয়েদেরকে নানাভাবে কোনঠাসা করে রেখেছি। মেয়ে দেখতে যায় মিছিল সহকারে। একা যায় না। চৌদ্দগুষ্টি নিয়ে মেয়ে দেখতে যায়। উঠানে ডেকে, মজলিস রুমে ডেকে, ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায়, বসায়, হাটায়, ডানে-বামে, উপরে-নিচে। মনে হয় যে বাজারে গরু-ছাগল কিনতে আসছে।

ভিডিও লিংক:

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।