
আবহাওয়া: দেশের এক বিভাগে বৃষ্টি হলেও আগামী ২৪ ঘণ্টায়ও থাকতে পারে তাপপ্রবাহের দাপট। চৈত্রের শুরুতেই দাপটে তাপপ্রবাহ। সেই সঙ্গে ৩৭ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায়ও থাকতে পারে তাপপ্রবাহের দাপট। তবে এই সময়ে দেশের এক বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |