
“আপা, আজ সাত দিনের রিমান্ড চেয়েছে।” এই কথা শুনে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার আইনজীবীকে বলেন, “যা রিমান্ড দেয়, দিক। শুনানিতে কিছু বলবে না, কিছু বলার দরকার নেই।” এরপর তার আইনজীবী জানালেন, “আপা, আমরা শুধু রিমান্ড বাতিলের আবেদন করেছি, কোনো শুনানি করব না।”
বুধবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে দাঁড়িয়ে এভাবেই নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কোনো বক্তব্য না দিতে নির্দেশ দেন ডা. দীপু মনি। এদিন সকালে দীপু মনি সহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।
সকাল পৌনে ১০টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দীপু মনির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রহরায় দীপু মনিকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে, ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওবায়দুল ইসলাম। এই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন মো. আলী।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |