প্রচ্ছদ আবহাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

চৈত্রের গরমে হাঁসফাঁস জনজীবন। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৫ ডিগ্রিতে। এই অবস্থায় এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় যেন পুরো দেশ। এরমধ্যে দেশে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার পর থেকে রাত ৮টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।

পোস্টে এই আবহাওয়াবিদ আরও লিখেছেন, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এবং বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে বেশি শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।