
চৈত্রের গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। সর্বত্রই যেন এক পশলা বৃষ্টির অপেক্ষা। এই অবস্থায় সন্ধ্যার মধ্যেই দেশের ৩ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |