
দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, সরকারি পঞ্জিকা-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ ২০২৫ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে বিধায় সরকার কর্তৃক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড বা নন-কমিশনড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ পরিস্থিতিতে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |