
দেশের রাজনৈতিক ইস্যুতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা চলছে। সেটিকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা করা হয় বলেও ব্যাপক আলোচনা হচ্ছে দেশজুড়ে। সম্প্রতি দেশের আলোচিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দীন আহমেদ। যা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
#প্রিয়_সেনাবাহিনী
আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ৩২ বছর চাকুরী জীবনে দেশ কে গভীর ভাবে ধারণ করে কাজ করেছি।
বিগত সরকারের আমলে নির্যাতিত হয়েছি।বঞ্চিত হয়েছি। ১৯৮৯ সালে পার্বত্য চট্টগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার হিসেবে শান্তকরন প্রোগ্রামে সক্রিয় ভাবে কাজ করেছিলাম।
ঢাকা সি এম এইচ পুর্নগঠনের দায়িত্ব ভালো ভাবে পালন করেছি।২০১৫ থেকে ২০২০ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক পরিশ্রম করে আল্লাহর দয়ায় দেশ সেরা হাসপাতাল হিসেবে ৪ বার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। মানুষের অসম্ভব ভালো বাসায় সিক্ত হয়েছি।
আমার বাবা ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগের এম পি ছিলেন।
৩২ বছরে সব সরকারের আমলে আল্লাহর দয়ায় সময়মতো পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে অবসর নিয়েছি।
কারো রাজনৈতিক আনুকুল্য নেই নি।
কঠোর ভাবে পেশাদার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি।
কিন্তু দুর্ভাগ্য আজ সেনাবাহিনীকে নিয়ে সমাজে যে প্রচারণা চলছে তা ৯৫% জন্য প্রযোজ্য নয়।
ব্যক্তির দায় সেনাবাহিনী সংস্থা হিসেবে নিবে না।
সেনাবাহিনীর মনোবল ধ্বংস হলে দেশের ভয়াবহ ক্ষতি হবে।সবাইকে বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশ কে ধারণ করেতে হবে হ্রদয়ে।
বিনীত
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দীন আহমেদ (অব:)
প্রাক্তন পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল২০১৫_২০
প্রাক্তন কমানডেন্ট সি এম এইচ ঢাকা ২০১২_১৫