প্রচ্ছদ খেলাধুলা ‘অবস্থা খুবই সংকটাপন্ন, ডাক্তাররা শুধু বলছেন আল্লাহ ভরসা’

‘অবস্থা খুবই সংকটাপন্ন, ডাক্তাররা শুধু বলছেন আল্লাহ ভরসা’

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। গাজীপুরের কেপিজি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। এছাড়া জরুরি ভিত্তিতে ঢাকায় আনার জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার।

আজ সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার পর বুকে ব্যথা নিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তামিম।

জানা গেছে, রোজা রেখে ম্যাচটি খেলতে নামেন তামিম। পরে বুকে ব্যথা অনুভব করার পর পড়ে যান। একটি সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক করেছেন। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার চেষ্টা করা হলেও অবস্থা বেশি ভালো না হওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, তামিমের সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন তার বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু। সেখান থেকেই টিটু জানিয়েছেন, তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’

এদিকে, বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।