
বাংলাদেশের জনগণকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। বুধবার, পৃথক দুটি বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী এবং এটি বাণিজ্য, উন্নয়ন, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে বিস্তৃত। ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়,”—এমনটি তার বার্তায় উল্লেখ করা হয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস এবং আত্মত্যাগের প্রতিফলন, যা দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করেছে। দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন মোদি।”
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |