
চারদিন ধরে টানা তল্লাশির পর পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় বাহিনীর সঙ্গে বিচ্ছন্নতাবাদীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় এই ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, “কাঠুয়ার রাজবাগ থানার অন্তর্গত সুফাইনের বনাঞ্চলে বিচ্ছন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি হয়েছে। নিরাপত্তা বাহিনী ভোরবেলা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখনও গুলি চলছে।”
এর আগে হীরানগর তহসিলের সান্যাল গ্রামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। পরে অভিযান পাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কাঠুয়া জেলার ডিঙ্গা আম্বের জুথানা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ অফিসারসহ জম্মু ও কাশ্মীরের চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ডেপুটি এসপি ধীরজ কাটচসহ আহত পুলিশ সদস্যদের কাঠুয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |