
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামী ৩০ মার্চ (রবিবার) এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরব
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে রবিবার, ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
ওমান
ওমানে শাওয়াল মাসের চাঁদ শনিবার দেখা না যাওয়ায়, দেশটির ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে সোমবার, ৩১ মার্চ।
ইরান
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে রবিবার চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী, ইরানে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার, ৩১ মার্চ।
অন্যান্য দেশগুলোর অবস্থা
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদের দিন এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং জনগণকেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |