
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন কবির হোসেন। রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর কবির হোসেন দ্বিতীয়বার বিয়ে করেন। এ নিয়ে তার প্রবাস ফেরত দ্বিতীয় ছেলে সজীবের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে, সজীব ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। ঘটনার পরপরই সে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, পারিবারিক কলহের কারণে ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |