প্রচ্ছদ ধর্ম এবছর ঈদুল ফিতর সঠিকভাবে কাটাবেন যেভাবে: শায়খ আহমাদুল্লাহ

এবছর ঈদুল ফিতর সঠিকভাবে কাটাবেন যেভাবে: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম: ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন উৎসব। এটি পারিবারিক ও সামাজিকভাবে উদযাপনের একটি সুযোগ। তবে, কিছু তরুণ ও কিশোর ঈদ উদযাপনের নামে অসংযমী আচরণে লিপ্ত হচ্ছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বর্তমানে দেখা যায়, অনেক যুবক উচ্চস্বরে গান বাজিয়ে, রাস্তায় বেপরোয়া আচরণ করে অন্যের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম, যেখানে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নবী করীম (সা.) মসজিদের প্রাঙ্গণে বৈধ আনন্দ-উৎসবের অনুমোদন দিয়েছেন, কিন্তু তা কখনোই বিশৃঙ্খলভাবে অন্যকে বিরক্ত করার মাধ্যমে নয়।

এ অবস্থায়, সমাজের দায়িত্বশীলদের উচিত যুবসমাজের জন্য স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করা। মসজিদ, ঈদগাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা আয়োজন করা যেতে পারে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে মসজিদের সঙ্গে যুবকদের জন্য ক্লাবের ব্যবস্থা রাখা হয়, যেখানে তারা মিলিত হয়ে সুস্থ বিনোদন ও সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নিতে পারে।

তরুণদের যদি সঠিক দিকনির্দেশনা দেওয়া না হয়, তাহলে তারা সহজেই বিপথগামী হতে পারে। ঈদে গাড়ি ভাড়া করে উচ্চস্বরে গান বাজানো, রাস্তা বন্ধ করে নাচ-গান করা যেমন ইসলামসম্মত নয়, তেমনি এটি সামাজিক শৃঙ্খলারও পরিপন্থী। ব্যক্তিগতভাবে কেউ গান শুনতে চাইলে তা তার নিজস্ব ব্যাপার, তবে সেটি অন্যের জন্য কষ্টের কারণ হওয়া উচিত নয়। অভিভাবক, সমাজের মুরুব্বি ও প্রশাসনের উচিত যুবসমাজের সঠিক বিনোদন নিশ্চিত করা এবং অপসংস্কৃতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমাদের সবার প্রচেষ্টায়ই একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।