
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক চলাকালে অধ্যাপক ইউনূস মোদিকে উপহার দেন একটি বিশেষ মুহূর্তের ছবি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ছবিটির সম্পর্কে আজ বাসসকে জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের।
ব্যাংককের সাংরিলা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক হয় বিমসটেক শীর্ষ সম্মেলনের পর। দুই দেশের সরকার প্রধানের মধ্যে চলা এই বৈঠক চলে আধা ঘণ্টারও বেশি সময়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তার উসকানিমূলক বক্তব্য, সীমান্তে হত্যা এবং তিস্তা নদীর পানিবণ্টন সংক্রান্ত বিষয়। প্রেস সচিব আরও বলেন, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ ছিল। দুই দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক আলোচনায় অংশ নেয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |