
জমিয়তে ইসলাম গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ ইউনিয়নের যুগ্ম আহবায়ক এনামুল হক দেওবন্দি হুজুরকে বিএনপির প্রভাবশালী নেতা জয়নাল আবেদিন জামাল প্রকাশ বাটটি জামাল গত ২৮ রমজান
কারন হিসেবে ভিন্ন দিকে থেকে ভিন্ন মতামত তথ্য আসতেছে কেউ বলছেন দেওবন্দি হুজুর এনাম ও জয়নাল আবেদিন জামালের মধ্যে একাধিক গোপনীয় কুকর্ম স্থানীয়ভাবে আছে। যা এক কথায় ভিলেইজ পলিটিক্স। এনাম হুজুর ঢাকাদক্ষিণ বাজারের স্থানীয় পশ্চিম বাজার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ছিলেন।তাকে তার স্বভাব চরিত্রের জন্য একাধিক অভিযোগের ভিত্তিতে চাকুরি থেকে বরখাস্ত করা হয়।
তার প্রতিশোধ নিতে স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতা স্হানীয়ভাবে একজন ফেসাদ সৃষ্টি কারী হিসেবে পরিচিত জয়নাল আবেদিন জামালের শরণাপন্ন হয়ে তার বহিস্কারেদ প্রতিশোধ নিতে একাধিক কাজ করেন। জামালের সাথে প্রতিশ্রুতি মোতাবেক চুক্তি সফল না করার কারনে জামাল আহমদ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে পরে আশেপাশের লোকজন জামাল আহমদকে আটকিয়ে দেন।
জানা যায় কিছুদিন আগে দুজনে জোটবদ্ধ হয়ে ঢাকাদক্ষিনের রাজনৈতিক ব্যক্তিদের ব্যবহার করে ঢাকাদক্ষিনের ঐতিহাসিক মাদ্রাসার সাবেক মুহতামিমের বিরুদ্ধে লিফলেট ছাপিয়ে মাদ্রাসা এবং মাদ্রাসার মুহতামিমের ভাবমূর্তি ক্ষুন্ন করা অপচেষ্টা চালিয়েছিলো এবং তাদের মধ্যে চুক্তি হয়েছিলো যদি মুহতামিম সাহেবকে অপসারণ করতে পারে তাহলে এনাম হুজুর জামাল গংরা যারা সহযোগিতা করে তাদেরকে এনাম মোল্লা দেওবন্দি জয়নাল আবেদিন জামালসহ তার আরও দুই সহচরদের(লাম্বা পান্জাবী আর মাজারী পান্জাবীওয়ালা)কে রমজানে ফ্রীতে উমরাহ পালন করাইবে কিন্তু দুঃখের বিষয় হলো রমজান চলে যেতে বসলো কিন্তু এনাম মোল্লা জয়নাল আবেদিন জামাল আর তার সঙ্গীদের উমরাহ করায়নি ! এর জের ধরেই ক্ষিপ্ত হয়ে এই হামলা বলে অনেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার করছেন।
এদিকে জমিয়তে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেন সুষ্ঠু বিচার না হলে তীব্র প্রতিরোধ গড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
এ ঘটনায় সোশাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হবার পর থেকে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিস্তারিত তথ্য ও জনগনের ভিন্ন মতের উপর আমাদের অনুসন্ধান চলমান শীঘ্রই বিস্তারিত আসছে….
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |