প্রচ্ছদ সারাদেশ কম দামে গরুর মাংস বিক্রির রহস্য ফাঁস করলেন ব্যবসায়ী খলিল

কম দামে গরুর মাংস বিক্রির রহস্য ফাঁস করলেন ব্যবসায়ী খলিল

সারাদেশ: কম দামে গরুর মাংস বিক্রির রহস্য ফাঁস করেছেন আলোচিত ব্যবসায়ী খলিল। রোববার (২৮ জানুয়ারি) কম দামে গরুর মাংস বিক্রির কারণ হিসেবে খলিল গণমাধ্যমে বলেন, ৫৯০ টাকা কেজি গোস্ত বিক্রি করেছি দুই মাস। আর ৬৫০ টাকা বিক্রি করতেছি ১০ থেকে ১২ দিন ধরে। আমার সেলটা (বিক্রি) একটু বেশি।

তিনি বলেন, টাটকা-টাটকা সেলের কারণে আমার একটু পোষায়। অন্যদের তুলনায় আমার বিক্রি হয় বেশি, এজন্য আমার পোষায়। কম দামে মাংস বিক্রি করলে, কম প্রোফিটে (লাভে) আমার পোষায়। আর ক্রেতা বেশি হওয়ার কারণে, আমি কম দামে মাংস সেল করি। অন্য দোকান থেকে ৭৫০ টাকা দিয়ে মাংস কিনে আমরা ঠকছি কিনা সাংবাদিকদেরে এমন প্রশ্নের জবাবে খলিল বলেন, না-আপনারা ঠকছেন না। তাদের বিক্রি কম হয়। ঢাকায় সবচেয়ে বেশি মাংস আমি বিক্রি করি। এজন্য আমার পোষায়।

এর আগে ১৮ জানুয়ারি রাজধানীতে কম দামে গরুর মাংস বিক্রির কারণে ব্যবসায়ী খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২০ জানুয়ারি ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে আটক করে র‍্যাব। আটকরা হলেন- নুরুল হক (৬৭) ও মোহাম্মদ ইমন (২২)।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কমান্ডার মঈন বলেন, গত ১৮ জানুয়ারি আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের মোবাইলে একটি নম্বর থেকে কল করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি এবং কম দামে মাংস বিক্রি করলে তাকে ও তার ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এছাড়া খলিল এবং তার ছেলেকে হত্যার জন্য গুলি ও পিস্তল রেডি করা হয়েছে জানিয়ে তার মোবাইল ফোনে পিস্তল, গুলি, রামদা এবং মাথা ছাড়া লাশের ছবি পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়। এরপর মাংস ব্যবসায়ী খলিল ২০ জানুয়ারি রাজধানীর শাহাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮১৩) করেন। এ ঘটনায় গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় আশুলিয়া থেকে খলিলকে হুমকি দেয়া এবং এর নির্দেশদাতাকে আটক করা হয়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।