
ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় দুই সদস্যকে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করেছে ইসরায়েল। এই নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
ল্যামি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ওই এমপিরা ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিনিধি দলের অংশ হয়ে ইসরায়েলে গিয়েছিলেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই পার্লামেন্ট সদস্যরা হচ্ছেন লেবার দলীয় ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। তাদের ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তারা ‘নিরাপত্তা বাহিনী তৎপরতা নথিবদ্ধ করার এবং ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর’ পরিকল্পনা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
স্কাই নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইয়াং ইংল্যান্ডের আর্লি ও উডলি নির্বাচনী এলাকার প্রতিনিধি এবং মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের এমপি। তারা উভয়েই শনিবার লুটন থেকে বিমানযোগে ইসরায়েলে উড়ে গিয়েছিলেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছেন, “ইসরায়েল সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে আমি পরিষ্কারভাবে জানিয়েছি যে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কোনোভাবেই এমনটি করা যায় না। আমাদের সমর্থন জানানোর জন্য দুই এমপির সঙ্গেই আমাদের যোগাযোগ হচ্ছে।
“যুক্তরাজ্য সরকারের লক্ষ্য যুদ্ধবিরতির প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং রক্তপাত বন্ধে মধ্যস্থতা করা, জিম্মিদের মুক্তি ও গাজার সংঘাত শেষ করা।”
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |