প্রচ্ছদ দেশজুড়ে হাসিনাকে ছাড়া নির্বাচন নয়, মির্জা ফখরুল এমন দাবি করেছেন কি

হাসিনাকে ছাড়া নির্বাচন নয়, মির্জা ফখরুল এমন দাবি করেছেন কি

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি বেসরকারি টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, মির্জা ফখরুলের নামে প্রচারিত এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ এমন কোনো মন্তব্য করেননি। এ ছাড়া ওই টেলিভিশনও আলোচিত ফটোকার্ডটি প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় টেলিভিশনটির ভিন্ন আরেকটি ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ওই টিভির নাম ও লোগো রয়েছে। তবে এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই।

পরে ওই টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও ওই দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে ওই টিভির ফেসবুক পেজ পর্যালোচনা করে ২০২৪ সালের ২৩ নভেম্বর ‘দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান : মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ওই ফটোকার্ডের ডিজাইন এবং ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের মিল রয়েছে। এ ছাড়া উভয় ফটোকার্ডে সেটি প্রকাশের তারিখ উল্লেখ নেই এবং দুটোতেই নিচে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম লেখা রয়েছে।

পাশাপাশি আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে ওই টেলিভিশনের ফটোকার্ডের ফন্টের পার্থক্য দেখা গেছে।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফটোকার্ডটি সম্পাদিত।

সূত্র: কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।