
একাডেমি পুরস্কারজয়ী জাপানের জনপ্রিয় অভিনেত্রী রয়োকো হিরোসুয়েকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির পুলিশ জানিয়েছে, একজন নার্সকে (৩৭) জখম করার জন্য গ্রেপ্তার করা হয়েছে এ অভিনেত্রীকে।
সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে শিজুওকা প্রিফেকচারের শিমাদারে অবস্থিত একটি হাসপাতালে একজন নার্সকে লাথি মারেন ও হাতে আঁচড় দেন ৪৪ বছর বয়সী অভিনেত্রী রয়োকা।
এর আগে শিন-টোমেই এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। পুলিশের ভাষ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, তখন রয়োকার ম্যানেজার ছিলেন গাড়িতে।
এদিকে অভিনেত্রী রয়োকার অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনার পর নার্সকে জখম করেছেন রয়োকা হিরোসুয়ে। একইসঙ্গে আতঙ্ক সৃষ্টি করেছেন। আপাতত শোবিজ ইন্ডাস্ট্রির কার্যক্রম স্থগিত রাখবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২৯ মার্চ কাওশিউং শহরে তাইওয়েনের মেগাপোর্ট উৎসবে পারফর্ম করেন অভিনেত্রী রয়োকা। এর আগে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। ওই সময় শেফ শুসাকু টোবার (৪৬) সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এর একমাস পর ক্যান্ডেল আর্টিস্ট জুন ইজুৎসুর (৫১) সঙ্গে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯৯০-এর দশকে ‘বিচ বয়েজ’ (১৯৯৭) এবং ‘হোয়েন দ্য সেন্টস গো মার্চিং ইন’ (১৯৯৮) এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন রয়োকা। অস্কারজয়ী ‘ডিপার্টারস’ (২০০৮)’ সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রীকে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |