প্রচ্ছদ রাজনীতি দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা

দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা

গেল বছরের আগস্টে ভারতে পালিয়ে যাবার পর নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বেশ কিছু অডিও ফাঁস হয়। ফাঁস হয়েছে দলীয় ভার্চ্যুয়াল বিভিন্ন প্রোগ্রামে দেয়া তার বিভিন্ন বক্তব্যও। এসব আলাপে বরাবরই তিনি দেশে ঢুকে পড়া এবং নেতাকর্মীদের বিভিন্ন সহিংস নির্দেশনার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

এবার সামনে এসেছে তার আরেকটি আলোচনায় মন্তব্যের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (৭ এপ্রিল) রাতে দলীয় নেতাকর্মীদের পরিবারের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় দোষীদের তিনি বিচারের হুমকি দেন।

তাদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও অত্যাচারের তিনি বিচার করবেন। শেখ হাসিনা বলেন, ‘চিন্তা করবেন না। আমি আসছি। আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছেন। ‘দিন আসবে’ যেদিন আওয়ামী লীগ সদস্যদের টার্গেটকারীদের বিচারের মুখোমুখি করা হবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইউনূস কখনো জনগণকে ভালোবাসেননি। তিনি উচ্চ সুদে অল্প পরিমাণে ধার দিয়েছেন এবং বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ ব্যবহার করেছেন। আমরা তখন তার দ্বৈততা বুঝতে পারিনি, তাই তাকে অনেক সাহায্য করেছি। কিন্তু মানুষ লাভবান হয়নি। সে এ কাজ করেছে নিজের জন্য। তারপর তার ক্ষমতার লালসা হয়েছে যা এখন বাংলাদেশকে পোড়াচ্ছে।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘উন্নয়নের মডেল হিসেবে দেখা বাংলাদেশ এখন সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে। আমাদের নেতা-কর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যা বর্ণনা করা যায় না। আওয়ামী লীগ, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, শিল্পী সবাইকে টার্গেট করা হচ্ছে।’

ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা বক্তব্য দেয়ার সময় তার ক্যামেরা বন্ধ রেখেছিলেন। বাংলাদেশে গণমাধ্যমকে আটকানোর অভিযোগও করেছেন তিনি। তিনি বলেন, ‘ধর্ষণ, খুন, ডাকাতি, কিছুতেই রিপোর্ট করা যাবে না। আর রিপোর্ট হলে টিভি চ্যানেল বা সংবাদপত্রকে টার্গেট করা হবে।’

তার বাবা শেখ মুজিবুর রহমানসহ তার পুরো পরিবারের ভয়াবহ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একদিনে আমার বাবা, মা, ভাই, সবাইকে হারিয়েছি। তারপর তারা আমাদের দেশে ফিরতে দেয়নি। আমি জানি তোমাদের স্বজন হারানোর বেদনা। আল্লাহ আমাকে রক্ষা করুন। হয়তো তিনি আমার মাধ্যমে কিছু ভালো করাতে চান। যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

মতবিনিময়ের সময় নিহত আওয়ামী লীগ কর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা তাদের ওপর নৃশংসতার কথা তুলে ধরেন। পরে শেখ হাসিনা জবাব দেন, ‘তারা মানুষ নয়, এরা সকলে বিচারের মুখোমুখি হবে। আল্লাহ এটা সহ্য করবেন না।’

একজন সমর্থক কেমন আছেন জানতে চাইলে শেখ হাসিনা জবাব দেন, আমি বেঁচে আছি। আরেকজন সমর্থক তাকে বলেন, আল্লাহ আপনাকে আবার সুযোগ দান করুন। তিনি উত্তর দিলেন, ‘তিনিই (আল্লাহ) করবে। তাই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আসছি।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।