
আজ দুপুর ১২:২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোচিত ফ্যাশন উদ্যোক্তা ও ‘বর্ষা লাইফস্টাইল’-এর প্রতিষ্ঠাতা বর্ষা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
বর্ষা চৌধুরী তার ফ্যাশন ব্র্যান্ড ‘বর্ষা লাইফস্টাইল’-এর মাধ্যমে দেশের ফ্যাশন জগতে নতুন ধারা এনেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল অনুসারী ছিল, এবং তরুণ উদ্যোক্তাদের জন্য তিনি ছিলেন এক অনুপ্রেরণা।
তার মৃত্যুতে ফ্যাশন ও উদ্যোক্তা মহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমন খবর ছড়িয়েছে কিন্তু সত্যতা পাওয়া যায়নি ।
আলোচিত ফ্যাশন উদ্যোক্তা বর্ষা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবী হেলেনা জাহাঙ্গীর। আজ দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কারো মৃত্যুতে আমি কখনো খুশি হই না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অবশ্যই লাশ দেখতে যাব।”
বর্ষা চৌধুরীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, “বর্ষা আমাকে নিয়ে যাই-ই বলেছে। আল্লাহ তোমাকে মাফ করে দিক।” বর্ষা চৌধুরী ছিলেন ‘বর্ষা লাইফস্টাইল’-এর প্রতিষ্ঠাতা, যিনি ফ্যাশন ও অনলাইন ব্যবসায়িক জগতে একজন পরিচিত মুখ। তার অকাল মৃত্যুতে অনলাইন উদ্যোক্তা ও ফ্যাশন মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।