প্রচ্ছদ মিডিয়া রাখাল আর বাঘের গল্প যেন না হয় বর্ষার জীবন — পরীমণির স্পষ্ট...

রাখাল আর বাঘের গল্প যেন না হয় বর্ষার জীবন — পরীমণির স্পষ্ট বার্তা

আলোচিত ফ্যাশন উদ্যোক্তা বর্ষা চৌধুরীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন একের পর এক জনপ্রিয় ব্যক্তিত্ব। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি।

ফেসবুক পোস্টে বর্ষাকে সরাসরি সম্বোধন করে পরীমণি লেখেন:
“রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত্য‍ু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেয়ার সুযোগও দিয়েন না, ডিয়ার বর্ষা চৌধুরী।”

তিনি আরও লিখেন:
“যেদিন সত্যি আপনি চলে যাবেন, সেদিন যেন মানুষের আপনার জন্য শোক প্রকাশের জায়গাটা অন্তত থেকে যায়।”

পরীমণির এই বক্তব্যে শুধু বর্ষার জন্য উদ্বেগই নয়, বরং সামগ্রিকভাবে সামাজিক আচরণ ও মনোভাব নিয়েও একটি প্রশ্ন তোলা হয়েছে।

তিনি তার পোস্টের শেষ প্রান্তে যুক্ত করেন এক মানবিক কামনা:
“জীবন সুন্দর হোক।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পরীমণির এই বক্তব্যকে প্রশংসা করেছেন, কেউ কেউ বলেছেন— “এমনই স্পষ্টভাষী এবং মানবিক বার্তার প্রয়োজন ছিল।”

প্রসঙ্গত, বর্ষা চৌধুরী ‘Borsha’s Lifestyle’-এর প্রতিষ্ঠাতা এবং তার নামে মৃত্যুর গুজব সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন মহলে।