দেশজুড়ে : ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে স্যুটকেসে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। পাশাপাশি উদঘাটিত হয়েছে এই হত্যাকাণ্ডের রহস্য। হত্যার সাথে সংশ্লিষ্ট নারীসহ দুইজনকে আটকও করা হয়েছে।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
গত শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুটির কাছে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারীর রেখে যাওয়া স্যুটকেস থেকে লাশটি উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ওই ব্যাক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও লাশ পরিবহনে সহযোগিতা করার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ।
ফরিদপুর বাসস্ট্যান্ডের কর্মরত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্রতে করে বোরকা পরিহিত এক নারী ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসেন। ওই নারী ঢাকাগামী একটি বাসের টিকিট কাটেন।
এরপর স্যুটকেসটি বাসের মালপত্রের লকারে তোলা হয়। বাস ছাড়ার সময় ওই নারীকে খুঁজে না পাওয়ায় ওই বাসের সহযোগীরা স্যুটকেসটি বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুটির কাছে রেখে যান।
দীর্ঘ সময় ওই নারী ফিরে না আসায় বাসস্ট্যান্ডের শ্রমিকদের সন্দেহ হলে বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানানো হয়। পরে পুলিশ এসে তালা দেওয়া স্যুটকেস খুলে মৃতদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহটি ফরিদপুর ডায়াবেটিকস অ্যাসোসিয়েশন হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।
তিনি বলেন, স্যুটকেসে লাশ পাওয়ার ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটির লাশ শনাক্তসহ হত্যা রহস্য উদঘাটনের শেষ পর্যায়ে আমরা রয়েছি। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঘটনার আদ্যোপান্ত উপস্থাপন করা হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |