প্রচ্ছদ জাতীয় খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর

খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

বুধবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন।

তবে এটা কিসের কাগজ, তা তিনি জানেন না বলে জানান।