
এনবিআরের সংস্কারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছিল তা বদলে গেছে বলে জানিয়েছেন বিশিষ্ট অনুসন্ধানি সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সোমবার (৩০ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দুটি নথি তুলে ধরেন তিনি।
সায়ের তার পোস্টে বলেছেন, প্রথম নথিটা (সংযুক্তি ১) গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। যেখানে বলা হয়েছে, (সিদ্ধান্ত-২ লক্ষ্য করুন) এনবিআরের বিদ্যমান সংকট (সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন) দ্রুত সমাধানে ৫ উপদেষ্টার সমন্বয়ে কমিটি করা হল।
যার আলোকে গতকালই একটি গেজেট (সংযুক্তি ২) জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু বৈঠকের সিদ্ধান্তের সাথে জারি হওয়া গেজেটের কার্যপরিধির কোনো মিল নেই। এনবিআরের সংকট সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও গেজেট অনুযায়ী কমিটির কাজ ভিন্ন। কমিটি কাজ করবে ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন এবং অধিকতর গতিশীল করার জন্য সুপারিশ করা।
আরও পড়ুন: ‘আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি বিপজ্জনক কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত দেয়’
অথচ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কাজ হওয়ার কথা ছিল, এনবিআরের সংস্কার নিয়ে কেন বিরোধ তৈরি হল, কেন এনবিআর আন্দোলনে গেল ও সংস্কার এগিয়ে নেয়ার উপায় বের করা।
তিনি বলেন, মূলত, উপদেষ্টা পরিষদকে একরকম ব্যাখ্যা করে বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমলারা এই কৌশলের আশ্রয় নিয়েছেন। এনবিআরের আন্দোলন দমাতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সামনে এক ধরনের বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু গেজেট জারির সময় তারা নিজেদের স্বার্থ অনুযায়ী মূল বিষয় থেকে সরে গেছেন।
সূত্র: কালের কণ্ঠ