প্রচ্ছদ জাতীয় সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। তবে সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে সিইসি জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সিইসি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময়মতো নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হবে।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি জানান, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু বলছেন না, তিনি জাতীয় নির্বাচনের কথাই বলছেন। ইসির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন।

সূত্র: আরটিভি