
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, এনসিপি নেত্রীর এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ভিডিওটি সঠিক নয় বলে দাবি করছে দেশের ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অথবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীর নয় বরং ইন্টারনেট থেকে ‘আমে না’ নামের এক নারীর ভিডিও সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘mor_tella_nyx_official’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর আরো অনেক ভিডিও পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি ‘আমে না’ নামক উক্ত নারীর। পরবর্তীতে উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি মূলত বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে।
অর্থাৎ, এটি নিশ্চিত যে, ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কিংবা এনসিপি নারী নেত্রীর নয় বরং তিনি একজন মডেল ও মেকাপ আর্টিস্ট।