
গত বছরের ৪ আগস্ট যাত্রাবাড়ী এলাকা দখলমুক্ত করেছিলেন দাবি করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ৪ আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ীর দায়িত্বে। আল্লাহর রহমত ও ছাত্রদলের নেতৃত্বে সেদিন যাত্রাবাড়ী আওয়ামী সন্ত্রাসীমুক্ত করেছি। আর শাহবাগের দায়িত্বে ছিলেন আমাদের সাধারণ সম্পাদক ও যুবদলের নেতাকর্মীরা। তাদের আন্দোলনেই সেখানে সফল হয়েছি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
৩ আগস্ট নিজে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। একত্রিতভাবেও ছিলেন, বিচ্ছিন্নভাবেও ছিলেন।
তিনি আরও বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিলাম। তিনি বললেন, আমি আগেই বলেছি, যে যেভাবে পারবে ঢাকায় প্রবেশ করবে। তার আগেই আমরা সারা দেশের ছাত্রদল নেতাকর্মীদের রাজধানীর ভেতরে যার আত্মীয়-স্বজন যেখানে আছেন, সেখানে অবস্থান নিতে বলি।
ছাত্রদল সভাপতি বলেন, ৪ আগস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এটাই শেষ সুযোগ, তোমরা সাড়ে ১৫ বছর লড়াই সংগ্রাম করেছ।
তিনি বলেন, আরেকটা কথা সেদিন শুধু ছাত্রদল না, যুবদল ও স্বেচ্ছাসেবকদলকেও একই পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, তোমাদেরকে যেভাবেই হোক রামপুরা, যাত্রাবাড়ী, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরায়- এই জোনগুলোতে সফল হতেই হবে। তোমরা কিভাবে ভাগ করে নিবা নাও। আমরা ছাত্রদল বিভিন্ন জোনে ভাগ করে নিয়েছি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল ভাগ করে নিয়েছে, আর যুবদল তো আছেই, কৃষকদল, শ্রমিক দল ছিল। আমাদের তিন দলের সঙ্গে কথা বলেছেন, বাকিটা তিনি ওইদিক দিয়ে একাই কথা বলেছেন।