
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। ৫৯৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ডজন দুয়েক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে অনুপ্রবেশের অভিযোগের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছিল দলটির কেন্দ্রীয় শাখা।
সাধারণ শিক্ষার্থী এমনকি খোদ ছাত্রদল সংশ্লিষ্ট নেতারাও বলছেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারীরও জায়গা হয়েছে সদ্য ঘোষিত ছাত্রদলের এই কমিটিতে। সিনিয়র যুগ্ম-আহ্বায়কের একাধিক পদে জায়গা হয়েছে ছাত্রলীগের কমিটিতে থাকা সম্পাদক পদে নেতারাও। পাশাপাশি কমিটিতে বিগত সময়ে নির্যাতন সহ্য ত্যাগী কর্মী ও জুলাই আন্দোলনকারীদেরও উপেক্ষিত রাখা হয়েছে—এমনটাই অভিযোগ পদবঞ্চিত অনেকের।
এছাড়াও অভিযোগ, ঘোষিত এই কমিটিতে প্রাধান্য পেয়েছে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীরা। উপেক্ষিত রয়েছেন তাদের বাইরের কর্মীরা। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটিতে আপন ছোট ভাই মো. মাহদীজ্জামান জ্যোতিকে দায়িত্ব দেওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের বিরুদ্ধে। এদিকে সমালোচনা ও ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি করেছে শাখা ছাত্রদল। কমিটির প্রতিবেদন আগামী তিনদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে
হলভিত্তিক অভিযোগ
ড. মুহম্মদ শহীদুলাহ্ হল: এই হলে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন রাকিবুল হাসান সৌরভ। তিনি জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত। ৫ আগস্টের আগে তার বাবা বগুড়া জেলার গাবতলি উপজেলার নসিপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আর শান্ত নিজেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলে ছাত্রদলে যোগ দেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার ছবি রয়েছে।
কবি সুফিয়া কামাল হল: হলটিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ পেয়েছেন জাকিয়া সুলতানা আলো। উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের এই শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী সাজিয়া রহমান সিলভীর (রোকেয়া হল) কাছের ছোটবোন হিসেবে পরিচিত ছিলেন তিনি। ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুলের সঙ্গে তার ছবি রয়েছে; যা নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: অভিযোগ উঠেছে, হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কালচারাল টিমের সদস্য ছিলেন। ২০২২-২৩ সেশনের নাট্যকলা বিভাগের এই ছাত্রী এই প্রথম বর্ষের এই ছাত্রী জড়িত ছিলেন ছাত্রলীগের সাথে।
অমর একুশে হল: হলের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হামিদ। নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন হামিদ। ইতেমোধ্যেই তার একটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে; যেখানে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর হলের আহ্বায়ক মো. আসাদুল হক আসাদকে ৫ আগস্টের আগে ছাত্রলীগের মিছিলের প্রথম সারিতে দেখা গেছে।
শামসুন্নাহার হল: শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নিতু রাণী সাহা। এর আগে তিনি তিনি ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
হাজী মুহম্মদ মুহসীন হল: শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছিলেন রোমান মিয়া। অভিযোগ, তিনিও ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পরই তার একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হলটিতে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির মাহামের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলা ও একদফা ঘোষণা বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাকেও তার নিজের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে বয়কট করা হয়।