
৩৩ বছর বয়সি যুবতী পুত্রবধূর সঙ্গে চুটিয়ে দু’বছর ধরে গোপনে প্রেম করে আসছিল ৬২ বছর বয়সি বৃদ্ধ শ্বশুর। একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য দু’জনই তাঁদের সঙ্গীকে ত্যাগ করেছিলেন।
তবে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ বাধার পর প্রেমিক শ্বশুর তার প্রেমিকা পুত্রবধূকে হত্যার চেষ্টা করেন। এ ঘটনা ফাঁস হওয়ার পর গ্রেপ্তার হন শ্বশুর। বেরিয়ে আসে চাঞ্চল্যকর পরকায়ীর কাহিনী।
পুলিশ জানায়, ২০২১ সালে বৃদ্ধ শ্বশুর তার পুত্রবধূ জেসমিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গোপনেই প্রেম চালাচ্ছিলেন তাঁরা। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানতে দেননি সে ভাবে। তবে জেসমিনের স্বামী বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলেন। এর পরই জেসমিনের স্বামী ও তার শ্বশুরের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।
এমনকি, ছেলের অভিযোগের ভিত্তিতে জেলেও যেতে হয় বাবাকে।এ ঘটনার কিছুদিন পর জেসমিনকে তালাক দেন স্বামী। এর পরপরই শ্বশুরও তার স্ত্রীকে ছেড়েছিলেন।
এর মধ্যেই সম্প্রতি একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন জেসমিন ও তার শ্বশুর। সঙ্গে ছিল জেসমিনের ৯ বছর বয়সি কন্যা।
জেসমিন জানতে পারেন, শ্বশুরের উইলে তাঁর নাম নেই। এ নিয়েই সুইমিং পুলের ধারে ঝামেলা বাধে তাদের। তখনই মদ্যপ অবস্থায় জেসমিনকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেন শ্বশুর। জেসমিনের কন্যা বাধা দিতে এলে তাঁকেও নাকি ধাক্কা দেওয়া হয়। অবশেষে জেসমিন সাহায্যের জন্য চিৎকার করলে দু’জন পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্রেপ্তার করে শ্বশুর মার্ক গিবনকে। ঘটনাটি ঘটেছে আমেরিকায় ফ্লরিডায়।
সূত্র: যায়যায়দিন