প্রচ্ছদ জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি ভাইরাল অডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যদিও বর্তমানে তিনি কোনো পদে নেই, তবুও তিনি নিজেকে এখনও জনগণের প্রধানমন্ত্রী মনে করেন বলে অডিও বার্তায় জানান।

ভাইরাল অডিওতে যা আছে

অডিও বার্তায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “জনগণ নির্বাচন চায়। হ্যাঁ, নির্বাচন দিতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার আলাদাভাবে তৈরি করে তার অধীনে নির্বাচন দিতে হবে।”

তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে “ক্ষমতা দখলকারী” ও “ডাকাত” আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচন না দেওয়ার কথা উল্লেখ করেন।

জনগণের প্রতি বার্তা

অডিও বার্তায় শেখ হাসিনা দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি দেশের বাইরের প্রবাসী বাংলাদেশিদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বার্তাটির শেষে তিনি বলেন, “সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান…। খোদা হাফেজ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।”