প্রচ্ছদ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন সিইসি

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন সিইসি

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশনার। আসন্ন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন অনেকের। তবে এমন প্রশ্নের পরিষ্কার উত্তর জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।’

গত ২১ জুন বিবিসি বাংলাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। দলটি নির্বাচনে থাকবে কি না, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেঢ়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী-এমপি, দলের নেতাকর্মীরা দেশত্যাগ করেন। অনেকে আবার আত্মগোপনে রয়েছেন। অনেকে গ্রেপ্তার হয় কারাগারে আছেন। এমন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিছিন্নভাবে কর্মসূচি পালন করতে থাকে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দলটির কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করে সরকার।