প্রচ্ছদ আর্ন্তজাতিক তরুণী নিয়ে হোটেল কক্ষে ঢোকেন রোহান, কিছুক্ষণ পরেই…

তরুণী নিয়ে হোটেল কক্ষে ঢোকেন রোহান, কিছুক্ষণ পরেই…

আর্ন্তজাতিক: তরুণীকে হোটেলের কক্ষে নিয়ে যান এক যুবক, কিছুক্ষণ পরেই শোনা যায় গুলির আওয়াজ। পরে স্থানীয়রা ঘরে ঢুকে উদ্ধার করেন ওই যুবকের মরদেহ। তবে তরুণীর কোন খোঁজ পায়নি প্রশাসন। রহস্যময় এই ঘটনার ২৪ ঘণ্টা পারও হলেও কাউকে আটক করতে না পারায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে ভারতের আসানসোলের কুমারপুর এলাকায়। স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ প্রাথমিকভাবে মনে করছে গুলি করে আত্মহত্যা করেছেন ২১ বছরের রোহানপ্রসাদ রাম। তবে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তা মানতে নারাজ। জানা গেছে, এই ঘটনার পর সংশ্লিষ্ট হোটেলের রুমে তদন্তের জন্য যায় ফরেন্সিক দল। বুধবার (২১ ফেব্রুয়ারি) চার সদস্যদের ওই দল হোটেলের নানা জায়গা পরিদর্শন করে নমুনাও সংগ্রহ করেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না তারা। তবে হোটেলের ওই ঘরে একজন তরুণী ছিলেন বলে স্বীকার করেছেন তদন্তকারীরা। তরুণী পরিচয় এবং যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে বর্তমানে খোঁজখবর নিচ্ছেন তারা।

রোহানের সঙ্গে হোটেলে এক তরুণী ছিল দাবি করে তার যুবকের পরিবার প্রশ্ন তুলেছে, ‘পুলিশ কেন সেই তরুণীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করল না?’ পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, পুলিশ ‘সঠিক ভাবে’ তদন্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ ঘটনার পর সাময়িকভাবে হোটেলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ।