প্রচ্ছদ সারাদেশ স্ত্রী চলে যাওয়ায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো যুবক, অতঃপর…

স্ত্রী চলে যাওয়ায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো যুবক, অতঃপর…

সারাদেশ: বগুড়ার ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্বামীকে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবকের নাম আনন্দ বাদ্যকর (২৮)। তিনি ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আনন্দ বাদ্যকরের সঙ্গে গত ৮ বছর আগে সনাতন ধর্ম অনুযায়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওই তরুণীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর ও ৩ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ২৫ দিন আগে পারিবারিক কলহের কারণে গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। এমতাবস্থায় রাগান্বিত হয়ে গত ২১

ফেব্রুয়ারি আনন্দ বাদ্যকর তার ফেসবুক আইডির স্টোরিতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়। পরবর্তীতে ওই গৃহবধূর ও তার পরিবারের সদস্যরা ভিডিওটি দেখতে পায়। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে ফেসবুকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।