প্রচ্ছদ দেশজুড়ে শিক্ষকের বিকৃত যৌন লিপ্সা, যা বলছেন ভুক্তভোগী ছাত্রী (ভিডিও)

শিক্ষকের বিকৃত যৌন লিপ্সা, যা বলছেন ভুক্তভোগী ছাত্রী (ভিডিও)

দেশজুড়ে: ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার এক জ্যেষ্ঠ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। তাকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) কলেজের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে ওই স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানি করে এক শিক্ষক। এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, একদিন আমাকে ডেকে জোর করে মাস্ক খুলে লিপ কিস করে। এরপর পিছন থেকে আমার জামার ভেতর হাত দিয়েছে। তারপর আমাকে ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। এরপর সে জোর করে আমাকে ৩ থেকে ৪ মিনিট ভিডিওটা দেখায়। সে আমার পাশে এসে বসতো, হাত ধরতো, ঘাড়ের ওপর হাত রাখতো। এগুলো করতো আর বলতো আমি তো তোমার বাবার মতো, আমি তোমাকে খারাপ কিছু করতে পারি না। আমি যা কিছু করছি তা ভালোই, এগুলো খারাপ কিছু না। তুমি মাইন্ড করো না।

ভুক্তভোগী ছাত্রী বলেন, উনি আমাদের সিনিয়র ম্যাথ টিচার (গণিত শিক্ষক)। তার নাম হলো মুরাদ হোসেন সরকার। ক্লাস সিক্সের প্রথম থেকেই ওনার কাছে আমি পড়ি। সে প্রথম দিক থেকেই আমাদের বলতো যে সে আমাদের বাবার মতো। আমি নাকি তার মেয়ে, আমার নাম তার মেয়ের নাম একই। সে আমাকে অনেক আদর করে, আমি নাকি তার কাছে স্পেশাল। প্রত্যেকটা ক্লাসে, প্রতিদিন আমাকে এ কথা বলতো সে। প্রথম দিকে আমাকে অনেক আদর করতো, ভালোভাবেই পড়াতো।
ভুক্তভোগী বলেন, একদিন সে আমার পাশে এসে বসে, আমার হাত ধরে। তারপর একদিন ল্যাপটপে পর্ন দেখায়। আমি প্রথমে ওদিকে তাকাইনি, পরে আমাকে বলে এদিকে তাকাও। আমি প্রথমে কিছু বুঝিনি। পরে আন্দাজ করতে পেরেছি যে এটা খারাপ কিছু। সে আমাকে ফোর্স করে যে এদিকে তাকাও। পরে ৩-৪ মিনিট একটা ভিডিও আমাকে দেখায়। সে পুরো ভিডিওটা দেখানোর পর আমাকে বলে যে, নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি নিজেকে সবসময় কন্ট্রোলে রাখবা। পরে রাগ করে আমাকে বলে তুমি বাড়ি চলে যাও।

সে সবসময় আমাদের তার ভালো কাজের ভিডিও এনে দেখাতো, তারপর বলতো আমি তো অনেক ভালো কাজ করি। আমি কখনো খারাপ কাজ করতেই পারি না। সে আমাদের এমনভাবে বুঝাইছে যে, সে আমাদের হাত ধরলে আমরা খারাপ কিছু মনে করি না। একদিন আমি ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। তখন সে আমাদের দুইজনকে বলে তোমরা একটু বসো। এরপর আমাকে কাছে ডেকে হাগ করে। তখন আমার ব্রেস্টে টাচ লাগে, তখন আমি কিছু বুঝতে পারিনি। এরপর আমার বান্ধবীকে ডাকে। তাকেও হাগ করে। এরপর আরেকদিন আমাদের ডাকে, বলে খাতার কোনো একটা কাজ আছে। আমরা যাই, সে চেয়ারে বসে ছিল। আমরা পাশে সিটে বসি। পরে আমার ফ্রেন্ডের মা ফোন দিলে সে চলে যায়। তখন আমি বলি স্যার আমার আম্মু তো আসছে, আমাকে যেতে হবে। তখন তিনি বলে যে দুই মিনিট থাকো, বেশি সময় লাগবে না। পরে তার পাশের রুমে আমাকে ডাকে। পরে আমি জিজ্ঞেস করছি যে আমাকে কেন ওই রুমে যেতে হবে। সে বলে যে কাজ আছে, আসো। তখন আমি গেছি। সে বলে তোমার ব্যাগটা খোলো। আমি তখন একটু ভয় পাচ্ছিলাম। কারণ পুরো কোচিংয়ে আমি একা। আমরা দুইজন ছাড়া কেউ নেই। উনি জোর করে আমাকে ব্যাগটা খোলাইছে। আমাকে বলে যে কাছে আসো। তখন আমি ভয়ে ভয়ে তার কাছে গেছি। তখন সে আমাকে টাইট করে জড়িয়ে ধরেছে। তারপর আমার কপালে কিস করেছে। তারপর সে আমাকে ছেড়ে দিয়ে বলে আমি তোমাকে যা করেছি, সেটা আমি তোমার বাবার মতো করে করছি। তুমি উল্টাপাল্টা কিছু মনে কর না। আর তুমি যদি এ কথা কাউকে বলো, তাহলে তোমার স্কুলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। সবাই তোমাকে খারাপ ভাববে। সে আমাকে বারবার বুঝাতে লাগলো যে আমি তোমাকে বাবা হিসেবেই এটা করেছি।