
সারাদেশ: বৃহস্ততিবার (৭ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই আগুনের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে গেছে মিজানুর রহমান ও তার ভাই হারুনুর রশিদের পরিবার। এসময় অন্তত ৫ লক্ষাধিক টাকার সম্পদ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়।
মিজানুর রহমানের মা বৃদ্ধা মনজুমা খাতুন (৮৫) বলেন, সকালে হঠাৎ করেই রান্না ঘরের চুলা থেকে আগুন ধরে যায়। মূহূর্তের মধ্যেই আমার দুই ছেলের দুটি বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা কোনো রকমে প্রাণে বেঁচেছি। কিছুই রক্ষা করতে পারিনি বলে হাউমাউ করে কেঁদে উঠেন তিনি।
পরে কিছুটা শান্ত হয়ে বলেন, এখন পথে বসা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এখন কি হবে? এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধা। ঘটনাস্থল পরিদর্শন করে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুনে দুটি পরিবার পথে বসেছে। তাদের খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আর কিছুই নেই।