
জাতীয়: দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির (রওশনপন্থী) নতুন চেয়ারম্যান হলেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। আগামী ৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সেই সঙ্গে দলটির মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশীদ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
এ ছাড়া রওশনপন্থী জাপার কো চেয়ারম্যান হয়েছেন সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।
এদিকে সম্মেলনে রওশন এরশাদ বলেন, এরশাদের জাতীয় পার্টিতে কোন বিভেদ নাই, রাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে দলটির বিকল্প নেই। জাতীয় সম্মেলন না হলে দলটি হারিয়ে যেতো। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে নেতা–কর্মীরা।
এর আগে সকাল ১০টার দিকে শুরু হয় এ সম্মেলন। তবে সকাল থেকেই থেকেই রওশন এরশাদপন্থী কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন। ঢাকার বাইরে থেকেও যোগ দেন নেতা–কর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা রয়েছে। অনুষ্ঠান সফল করতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। এতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরা হয়েছে।
গত ২৮ জানুয়ারি জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। এর কিছুদিন পর দলের জাতীয় সম্মেলনের কথা ঘোষণা করা হয়। পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে সম্মেলনস্থল।