
বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটির উপনির্বাচন। এদিকে ময়মনসিংহ সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনার অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। এখন চলছে দুই সিটিতে ভোট গণনা।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা সিটি উপ-নির্বাচনে ২৫ কেন্দ্রে তাহসীন বাহার সূচনা (বাস) পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট ও মনিরুল হক সাককু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট। নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ২ হাজার ৩৪৫ ভোট ও নুর উর রহমান মাহমুদ তানিম (হাতি) পেয়েছেন এক হাজার ১৬৯ ভোট।
অপরদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ সিটি নির্বাচনে ৪৭ কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৪৫ হাজার ৮৭৩ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ১০ হাজার ২০৪ ভোট পেয়েছেন।