প্রচ্ছদ দেশজুড়ে লাশ নিয়ে বিক্ষোভ করে থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

লাশ নিয়ে বিক্ষোভ করে থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

দেশজুড়ে: গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন নুরু নবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৩টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নুরুনবী ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের শেখের ছেলে। গত ১৮ মার্চ দুপুরে নিজ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নিহত নুরু নবীর জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৮ মার্চ দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরু। তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টায় তার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে নুর নবীর লাশ এলাকায় পৌঁছালে নিহতের স্বজনরা ও এলাকাবাসী মঙ্গলবার সকালে লাশ নিয়ে কালির বাজারে বিক্ষোভ করে থানা ঘেরাও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। পরে বিক্ষিপ্ত এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তারা নুর নবীর হত্যার বিচার দাবি করেন এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।