
শেরপুরের ঝিনাইগাতীতে একটি পতিত জমিতে রহস্যজনক একটি গর্তের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ওই গর্তটিকে ঘিরে রাখে। তারপর শুরু হয় কি আছে ওই গর্তে- তা নিয়ে জল্পনা-কল্পনা। কেউ কেউ ধারণা করছেন, এখানে আছে মাদক, আবার কেউ বলছেন- অবৈধ অস্ত্র থাকতে পারে এখানে। তাদের কথা উড়িয়ে দিয়ে কেউ আবার বলছেন- এখানে থাকতে পারে মানুষের মরদেহ। তাই সন্দেহ দূর করতে স্থানীয় থানার কর্মকর্তাদের নির্দেশনায় শুরু হয় মাটি খোঁড়াখুঁড়ি।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল খালেকের পতিত এক জমিতে শুরু হয় এক এলাহি কাণ্ড। সন্দেহজনক গর্ত খুঁড়তে নিয়োগ দেয়া হয় শ্রমিক। খোঁড়াখুঁড়ি ঘিরে ভিড় করে কয়েকশ উৎসুক মানুষ।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক জমিতে কাজ করার সময় পাশেই আব্দুল খালেকের পতিত জমিতে একটি গর্ত দেখতে পায়। পরে কাছে গিয়ে গর্তে কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় অনুসন্ধান। পরে পুলিশের উপস্থিতিতে দুজন শ্রমিক দিয়ে গর্ত খোঁড়ার কাজ শুরু করে।
পুলিশ জানায়, প্রায় তিনঘণ্টায় ছয় ফুট গভীর গর্ত খোঁড়ার পর সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচ ফুট লম্বা একটি বাঁশ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই গর্তে কোন লাশ বা মাদক থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। তাই গর্ত খোঁড়া হয়। কিন্তু সেখানে একটি বাঁশ পাওয়া গেছে। পরে খোঁড়া গর্তটি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়ে বাঁশটি থানায় নিয়ে আসা হয়েছে।