
দেশজুড়ে: ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার স্বজনদের হামলায় নিহত হয়েছেন নিজাম উদ্দিন শেখ (৩৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টার দিকে রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে নিজাম উদ্দিন শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। নিজাম উদ্দিন রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মৃত মানিক শেখের ছেলে। তিনি একটি খাবার হোটেল ব্যবসায়ী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মার্চ) শালিকাকে (১৯) নিয়ে অসুস্থ শ্বশুরকে দেখার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নিজাম। ওইদিন ফেরার পথে তিনি শ্যালিকাকে তার বাড়িতে পৌঁছে না দিয়ে হাটঘাটা গ্রামে তার বাড়িতে নিয়ে আসেন।
ওই রাতে শ্বশুরবাড়ির লোকজন শ্যালিকাকে তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য নিজামকে বললেও তিনি তাকে পাঠাননি। এ নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টার দিকে নিজামের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে এসে নিজামকে বেধড়ক মারপিট করে। তারা লাঠি দিয়ে পিটিয়ে নিজামের ডান হাত, দুই পা এবং মাথায় গুরুতর জখম করে। এক পর্যায়ে তারা নিজামের দুই চোখে চুন ঢেলে দেয়। পরবর্তীতে নিজামের বড় ভাই আহতস্থায় নিজামকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। উল্লেখ্য, নিজামের সঙ্গে তার শ্যালিকার অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে তার শ্বশুরবাড়ির লোকজনদের। এর আগে শ্যালিকার বিয়ের উদ্যোগ নেয়া হলেও নিজামের কারণে ওই বিয়ে হয়নি। এর জন্য নিজামের শ্বশুরবাড়ির লোকজন নিজামের উপর ক্ষুব্ধ ছিল।