
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে মালিহা খাতুন (৮) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে দর্শনা থানার সাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মালিহা সাড়াবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং ওই গ্রামের কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মালিহার বাবা মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে মালিহা ২০টি রোজা করেছে। আজ ২১ রোজা। আজও রোজা ছিল আমার মেয়ে। এ অবস্থায় এ দুর্ঘটনা ঘটে গেলো।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে পুকুরের কাছে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল মালিহা। সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় তারা লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মেয়েটি পুকুরের ধারে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে পুকুরের ভেতর পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।