প্রচ্ছদ দেশজুড়ে ১০ মিনিটেই লণ্ডভণ্ড পিরোজপুর, নারী নিহত

১০ মিনিটেই লণ্ডভণ্ড পিরোজপুর, নারী নিহত

সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট। এই ১০ মিনিটে ভেঙে গেছে কয়েক শ ঘর। গাছ পালা ভেঙে পড়েছে সড়কে। বন্ধ হয়ে গেছে যোগাযোগ। এরপর থেকে নেই বিদ্যুৎ।

রবিবার (৭ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড়ে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা। জেলা প্রশাসনের তথ্য মতে, এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় ঝড়ে রুবি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম শিকদার বলেন, ঝড়ে ঘর ভেঙে পড়ে আহত হন রুবি আক্তার এবং তার মেয়ে। তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবি আক্তারকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এরপর শুরু হয় ঝড়ো হাওয়া। এতে মুহূর্তে ভেঙে পড়ে গাছপালা। গাছ বা ডাল পড়ে ভেঙে গেছে কয়েক শ ঘর।

এদিকে গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

তবে ১০ মিনিটে ঝড়ে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি জেলা কৃষি কর্মকর্তা। কৃষি অফিস বলছে, এই মুহূর্তে মাঠে ধান নেই। তরমুজও অনেক কেটে ফেলা হয়েছে। সুতারং কৃষি ক্ষেত্রে এই ঝড়ে ক্ষতির পরিমাণ কম হবে।

জেলা প্রশাসক জানিয়েছেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।